বাংলারজমিন

ফুলবাড়ীর দাসিয়ারছড়া ছিটমহলবাসীর ৬ বছর পূর্তি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:০১ অপরাহ্ন

বিনা রক্তপাতে স্বাধীন হয়েছে ছিটমহলবাসী। উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। ৬৮ বছরের যন্ত্রণাদায়ক গ্লানি থেকে মুক্তি পেয়েছেন ছিটমহল দাসিয়ারছড়াবাসী। সারা বিশ্বে মহামারি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। ঐতিহাসিক দিনটিকে ঘিরে আলোচনা সভা ৩১শে জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন ছিটমহলবাসী।
পৃথক পৃথকভাবে ছিটমহল বিনিময় আন্দোলন কমিটির আয়োজনে সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ও কালিরহাট বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১শে জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে কেট কাটা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিটমহল বিনিময় আন্দালনের সভাপতি মইনুল হক, সাবেক সম্পাদক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ফজিলাতুন্নেছা সরকারি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেক কেটে বক্তব্য রাখেন ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদ, ছিটমহল আওয়ামী লীগের আহ্বায়ক নজরুল ইসলাম, সম্পাদক নুর আলম, মাদ্রাসা সহ-সুপার শাহানুর রহমান, সাবেক পঞ্চায়েত প্রধান মোন্নাফ আলী, ছিটমহল ছাত্রলীগ ইউনিটের আহ্বায়ক জাকির হোসেনসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status