বাংলারজমিন

প্রবাসী জামিলাকে হয়রানি, সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:০০ অপরাহ্ন

যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা জামিলা চৌধুরীকে বিদেশ যেতে না দেয়া ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, ‘সম্প্রতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিল চৌধুরীকে বিদেশ যেতে না দেয়া এবং বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক। ঘটনাটি সারা দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ার ফলে সিলেটের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা আমরা সিলেটবাসী কখনো মেনে নিতে পারি না। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সিলেটবাসীর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আপনাদের প্রতি সদয় দৃষ্টি কামনা করছি। এছাড়াও ভবিষ্যতে যাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্রবাসীর সঙ্গে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে জামিলা চৌধুরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মানবাধিকার কর্মীগণ আপনার প্রতি আবেদন জানাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটন, কেন্দ্রীয় আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ মতিউর রহমান শাহীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, মহানগর শাখার সভাপতি মো. বশির আহমদ, সিলেট বিভাগীয় সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, নেছার আহমদ তালুকদার, সদস্য সাংবাদিক জাবেদ আহমদ, মো. মুক্তার আহমদ, আশরাফ উল্লাহ ইমন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status