বাংলারজমিন

পাকুন্দিয়ায় ২০ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২ আগস্ট ২০২১, সোমবার, ৭:৫৭ অপরাহ্ন

কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০ ব্যবসায়ীকে মোট ১৬ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার পৌর সদর বাজার, আজলদী বাজার ও পুলেরঘাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) একেএম লুৎফর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় উপজেলার পৌর সদর বাজার, আজলদী বাজার ও পুলেরঘাট বাজারে অভিযান চালিয়ে দোকান খোলার অপরাধে ২০ ব্যবসায়ীকে মোট ১৬ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status