খেলা

বাংলাদেশের ‘টার্নিং’ উইকেট দেখে রোমাঞ্চিত টার্নার

স্পোর্টস ডেস্ক

২ আগস্ট ২০২১, সোমবার, ৭:৫১ অপরাহ্ন

২০১৭ সালে অভিষেক। চার বছরে কয়েকবার কাঁধে অস্ত্রোপচার হয়েছে অ্যাস্টন টার্নারের। সর্বশেষ দু’বছর আগে অপারেশন করান অস্ট্রেলিয়ার এই স্পিনিং অলরাউন্ডার। যে কারণে বল হাতে নিয়মিত নন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে নৈপুণ্য দেখাতে চান টার্নার । জায়গা করে নিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া স্কোয়াডে।
অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি ও ওডিআই মিলিয়ে মাত্র ২০ ওভার বল করেছেন স্পিনিং অলরাউন্ডার অ্যাস্টন। যার মধ্যে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই করেছেন ১৪ ওভার। দু’টি উইকেটও নিয়েছেন টার্নার।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের খুশি করতে এই সিরিজটিকে সর্বশেষ সুযোগ মনে করছেন ২৮ বছর বয়সী অজি ক্রিকেটার।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে টার্নার বলেন, ‘বল করাটা সব সময়ই আমি পছন্দ করি। দুর্ভাগ্যবশত কাঁধের ইনজুরির কারণে খেলায় বোলিংয়ে অবদান রাখতে পারি না। দু’বছর হলো সর্বশেষ অপারেশন করিয়েছি। এখন আমি বল করার জন্য নিজেকে ফিট মনে করছি।’ টার্নার বলেন, ‘অনেক ম্যাচে বল করার সুযোগ হয়নি আমার। তবে অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি আমি। ’
অস্ট্রেলিয়ার কন্ডিশন সাধারণত পেসবান্ধব। যেকারণে দেশের মাটিতে অজি স্পিনারদের দাপট ততটা দেখা যায় না। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন টার্নার। এখানকার স্পিন বান্ধব উইকেটে খেলতে মুখিয়ে আছেন তিনি। টার্নার বলেন, ‘আমি রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এসেছি। ওয়েস্ট ইন্ডিজেও প্রথম সফর করে এলাম। বাংলাদেশে যারা আগে খেলেছেন তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, ওয়েস্ট ইন্ডিজের উইকেট থেকে এখানে খুব পার্থক্য থাকবে না মনে হয়। স্পিনার হিসেবে এমন উইকেটে খেলতে আমি মুখিয়ে আছি। এখানে স্পিনাররা সহায়তা পাবে। অস্ট্রেলিয়ায় সচরাচর এমন উইকেট পাওয়া যায় না।’
টাইগার স্পিনারদের নিয়েও সতর্ক টার্নার। তিনি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে আমাদের। কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে।’
বল হাতে নৈপুণ্য দিয়ে নজরে আসার সুযোগ থাকলেও দলে টার্নারের কাজ মূলত ব্যাটিং। অজিদের ম্যাচ ফিনিশার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম টার্নার। অভিষেক ওয়ানডেতে নজরকাড়া পারফরম্যান্সে ব্যাটের ধার বুঝিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ বলে ৮৪ রান করেছিলেন টার্নার।
আগামী ৩রা আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status