বিশ্বজমিন

আবারো হামাসের প্রধান নির্বাচিত হলেন হানিয়া

মানবজমিন ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ৭:৪৪ অপরাহ্ন

আরও একবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া। এরমধ্য দিয়ে গাজার ওপরে তার নিয়ন্ত্রণ পাকাপোক্তই থাকলো। তার অধীনে ইসরাইলের বিরুদ্ধে একাধিক সংঘাতে জড়িয়েছে হামাস। রোববার গোষ্ঠীটির কর্মকর্তারা হানিয়ার পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা।
২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন হানিয়া। তিনি মূলত কাতার ও তুরস্কেই ঘুরে বেড়ান। সম্প্রতি ইসরাইল-হামাস যে সংঘাত হলো তাতে নেতৃত্ব দিয়েছিলেন হানিয়া। এই সংঘাতে ফিলিস্তিনের ২৫০ জন এবং ইসরাইলের ১৩ জন নিহত হয়েছিল। গাজার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হয়েছে। আগামি ৪ বছর তার অধীনেই থাকছে হামাস।
৫৮ বছর বয়সী হানিয়া ছিলেন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত। ২০০৪ সালে তাকে হত্যা করা হয়। হানিয়ার অধীনেই হামাস ২০০৬ সালে রাজনীতিতে প্রবেশ করে। ২০০৭ সালে গৃহযুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ কেড়ে নেয় হামাস। এরপর থেকে অঞ্চলটি হামাসের অধীনেই রয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status