বিশ্বজমিন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ক্যারি সায়মন্ডস

মানবজমিন ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি সায়মন্ডস (৩৩)। তিনি নিজেই ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন। বলেছেন, ডিসেম্বরে এই সন্তানের জন্ম হবে বলে তিনি আশা করছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন সপ্তম সন্তানের পিতা হবেন। এর আগে প্রথম স্ত্রী হুইলারের সঙ্গে বিবাহবন্ধনে তিনি ৫টি সন্তানের জনক হন। পরে ক্যারি সায়মন্ডসের সঙ্গে তার সম্পর্কের কারণে ওই বিয়ে ভেঙে যায়। এ বছরের শুরুর দিকে ক্যারি সায়মন্ডসের গর্ভপাত হয়। এর পর এটাই তার আবেগঘন ঘোষণা। এর আগে তিনি ২০২০ সালের এপ্রিলে প্রথম সন্তান উইলফ্রেড লরি নিকোলাস জনসনের জন্ম দেন। তখন অবশ্য বরিস জনসনের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়নি। এ বছর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার দু’মাস পরে এই ঘোষণা দিলেন ক্যারি সায়মন্ডস। জানিয়েছেন, এখন তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। এ বছর পশু সংরক্ষণ বিষয়ক গ্রুপ অ্যাসপিনাল ফাউন্ডেশনের যোগাযোগ বিষয়ক প্রধান হিসেবে নিয়োগ করা হয় পরিবেশবাদী প্রচারক ক্যারি সায়মন্ডসকে। তিনি অনাগত সন্তানকে ‘রেইনবো বেবি’ বলে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, কোনো পরিবারে যদি মৃত সন্তান প্রসব করেন কেউ অথবা নবজাতক অবস্থায় মারা যায়, তাহলে তারপরের সন্তানকে রেইনবো বেবি বলে আখ্যায়িত করা হয়। সে কথাই উল্লেখ করে ক্যারি সায়মন্ডস লিখেছেন, আশা করছি এই বড়দিনে আমাদের রেইনবো শিশু আসবে। বছরের শুরুতে আমার গর্ভপাত হয়। এতে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আবার অন্তঃসত্ত্বা হতে পেরে আমি অবিশ্বাস্য রকম খুশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status