বিশ্বজমিন

সবচেয়ে কম বয়সে কে-টু পাহাড়ে আরোহণ করলেন পাকিস্তানি কিশোর

মানবজমিন ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ১২:০৩ অপরাহ্ন

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কে-টু’তে আরোহণ করেছে মাত্র ১৯ বছর বয়সী এক পাকিস্তানি কিশোর শেহরোজ কাশিফ। এই পাহাড়ে আরোহণ করা তিনিই এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী। আলপাইন ক্লাব অব পাকিস্তান বলেছে, শেহরোজ কাশিফ পাহাড়ের ৮৬১১ মিটার উঁচু চূড়ায় আরোহণ করেছেন ২৭শে জুলাই। এ খবর দিয়েছে অনলাইন গালফ টাইমস। এতে বলা হয়, টিনেজ বয়সেই তিনি পাহাড়ে আরোহণ শুরু করেন। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার দিক দিয়ে ১২তম ৮০৪৭ মিটার উঁচু ব্রোড পিক-এ আরোহণ করেন তিনি। মে মাসে সবচেয়ে কম বয়সী হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহনের ইতিহাস গড়েন। তার সঙ্গে এখন নতুন রেকর্ড যোগ হয়েছে। তা হলো কে-টু এবং এভারেস্ট জয়ের সর্বকনিষ্ঠ তিনি।

সম্প্রতি কে-টু’তে আরোহণ করেছেন বেশ কিছু তরুণ বা যুবক। তার মধ্যে ২০১৯ সালে ২০ বছর বয়সে কে-টু আরোহন করে এই পর্বত আরোহনের সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ড গড়েন পাকিস্তানি সাজিদ আলি সাদপারা। ফেব্রুয়ারিতে অন্য দু’জনের সঙ্গে এই পাহাড় আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন তার পিতা। তিনি পিতার মৃতদেহ খোঁজার মিশনে এই অভিযানে অংশ নেন।

সোমবার প্রায় ৩০০ মিটার নিচে ‘বোটলনেক’ হিসেবে পরিচিত একটি প্রতিবন্ধকতায় রশি লাগিয়ে সাজিদ আলি সাদপারার পিতা মোহাম্মদ আলি সাদপারা, আইসল্যান্ডের পর্বতারোহী জন স্নোরি এবং চিলির হুয়ান পাবলো মোহরের মৃতদেহ আবিষ্কার করেন শেরপারা। একই দিন সামিনা বেগ (৩০) নামে এক যুবতী বিপজ্জনক পরিস্থিতির কারণে পর্বতারোহণ ত্যাগ করেন। তিনি ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট জয়ের সর্বকনিষ্ঠ পাকিস্তানী হিসেবে রেকর্ড গড়েন। কে-টু’র দক্ষিণ-পূর্বাঞ্চলের নতুন একটি রুটে আরোহণের চেষ্টা করলে হিমবাহ পথচ্যুত করে স্কটল্যান্ডের পর্বতারোহী রিক অ্যালেনকে (৬৮)। এরপর রোববার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সোমবার বোটলনেক হিসেবে পরিচিত স্থানে পাকিস্তানি পর্বতারোহণের কিংবদন্তি মোহাম্মদ আলি সাদপারা, আইসল্যান্ডের জন স্নোরি এবং চিলির হুয়াব পাবলো মোহরের মৃতদেহ শনাক্ত করা হয়। এ স্থানটি পাহাড়ের চূড়া থেকে মাত্র কয়েকশত মিটার দূরে।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের কর্মকর্তা আয়াজ শাগরি বলেছেন, এখন আমরা ওইসব মৃতদেহ এমন একটি স্থানে সরানোর চেষ্টা করছি, যেখান থেকে সহজে আকাশপথে তা নামিয়ে আনা যাবে। তাদের মৃতদেহ অক্ষত এবং ফ্রোজেন বা ঠাণ্ডায় জমে আছে। তিনি বলেন, ভূপৃষ্ঠ থেকে ৭৮০০ মিটার উপরে বরফের মধ্যে আটকে ছিল ওই মৃতদেহগুলো। এত উঁচু থেকে এসব দেহ নিচে নামিয়ে আনা খুবই কঠিন বলে মন্তব্য করেছেন আলপাইন ক্লাবের কারার হায়দরি। তিনি জানান, এক্ষেত্রে তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status