খেলা

সাঁতারের শেষ দিনে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

সাঁতারে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সাঁতারের পদক তালিকা সেটাই ইঙ্গিত করছে। টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্র জিতেছে ১১ স্বর্ণ। অস্ট্রেলিয়ার অর্জন ৯ সোনার পদক। রোববার সাঁতারের শেষ দিনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশই গড়েছে একটি করে বিশ্ব রেকর্ড। পুরুষদের ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। সোনা জয়ের পথে কেলেব ড্রেসেল, রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রু ও জ্যাক অ্যাপল সময় নিয়েছেন ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের লুক গ্রিনব্যাংক, অ্যাডাম পিটি, জেমস গাই ও ডানকান স্কট। নতুন ইউরোপিয়ান রেকর্ড গড়ে ৩ মিনিট ২৭.৫১ মিনিটে প্রতিযোগিতা শেষ করেছেন তারা। অন্যদিকে ৩ মিনিট ২৯.১৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছেন ইতালির থমাস চেকন, নিকোল মার্টিনেঙ্গি, ফেডরিক বুরদিসো এবং আলেসান্দ্রো মিরেসি।

মেয়েদের ৪ গুণিতক ১০০ মেডলি রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেইলি ম্যাককিওন, এমা ম্যাককিওন, কেট ক্যাম্পবেল ও চেলসি হজেস। ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়েছেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status