বাংলারজমিন

চাঁদপুর লঞ্চঘাটে মানুষের ঢল

চাঁদপুর প্রতিনিধি

১ আগস্ট ২০২১, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন

গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার কারণে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকা মুখী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর চাপ থাকলেও লঞ্চের সংখ্যা কম। যার কারণে অনেক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা লঞ্চঘাটে অপেক্ষা করতে হয়। তবে অন্যবারের তুলনায় লঞ্চঘাটে এবার প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘাটে অবস্থান করেছে। স্বাস্থ্যবিধি মেনে ঘাট থেকে প্রত্যেকটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানিয়েছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

অন্যদিকে রোববার (১লা আগস্ট) থেকে গার্মেন্ট ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান খোলার কারণে শনিবার (৩১ জুলাই) থেকে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করে। সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে পরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষের পথে পথে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকেই বিকল্প বাহন হিসেবে পিকআপ ভ্যান, মাইক্রো ও এম্বুলেন্সে করে ঢাকায় ঢুকেছে।

লঞ্চ মালিক প্রতিনিধি বিল্পব সরকার বলেন, ঘাটে যে পরিমাণ যাত্রী রয়েছে, সেই অনুযায়ী লঞ্চ নেই। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে লঞ্চ। সরকার নির্দেশনা মেনেই ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলছে। যদিও রাত ১২টার পর থেকে লঞ্চ চলাচল করার কথা ছিল কিন্তু যাত্রী না থাকায় ভোর সাড়ে ৫টায় রফ রফ-৭ লঞ্চটি প্রথম যাত্রা শুরু করে। এরপর একে একে সকাল ৯ টা মধ্যে ৭ টি লঞ্চ ছেড়ে যায়। ঘাটে আর একটি লঞ্চ রয়েছে, এর বাইরে আর কোন লঞ্চ ছেড়ে যাবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status