বিনোদন

ফের জুটি বাঁধছেন যশ-মধুমিতা

বিনোদন ডেস্ক

২০২১-০৮-০১

অভিনয়ে ফিরছেন যশ দাশগুপ্ত। তার থেকেও বড় খবর, মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি। এই খবরে বাঁধভাঙা আনন্দ যশ-মধুমিতার ভক্ত মহলে। যারা ভালোবেসে তাদের প্রিয় তারকাদের নাম দিয়েছিলেন ‘যশমিতা’। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামী প্রযোজনায় দেখা যাবে ছোট পর্দার ‘অরণ্য সিং রায়-পাখি ঘোষ দস্তিদার’-কে। প্রসঙ্গত, ২০১৩-র ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে এই প্রযোজনা সংস্থাই প্রথম যশ-মধুমিতাকে জুটি হিসেবে এনেছিল। যদিও কোন পর্দায়, কার পরিচালনায় ফিরছেন জুটি, সে খবর এখনই ফাঁস করতে রাজি নন যশ। অভিনেতা জানিয়েছেন, কথাবার্তা চলছে। খুব শিগগিরিই সামনে আসবে সব কিছু। তবে পাপারাৎজিদের ক্যামেরা এড়াতে পারেননি জনপ্রিয় জুটি। সেই ছবি ভাইরাল মধুমিতার ফ্যানপেজে। ছবি বলছে, এসভিএফের অফিসে দেখা গিয়েছে দুই তারকাকে। দু’জনেরই পরনে ছেঁড়া ডেনিম। মধুমিতা অনায়াস স্লিভলেস ছোট টপে। যশ পরেছেন গোল গলার টি-শার্ট। দুই তারকার ছবি তোলার ভঙ্গি বুঝিয়ে দিয়েছে, এখনও তাদের রসায়ন অটুট!
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status