খেলা

হাফিজের অবিশ্বাস্য বোলিংয়ে জিতেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

স্বল্প পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান। দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছেন মোহাম্মদ হাফিজ। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিকে ৭ রানে উইন্ডিজকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ ১৫৭ রান করে সফরকারীরা। জবাবে ৪ উইকেটে ১৫০ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। উইন্ডিজের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের অধিক্যের কারণে বোলিং ওপেন করেন অফ স্পিনার মোহাম্মদ হাফিজ। প্রথম ওভারেই তুলে নেন আন্দ্রে ফ্লেচারের উইকেট। হাফিজ তার ৪ ওভারের ৩টিই করেছেন পাওয়ার প্লেতে। আাঁটসাঁট বোলিংয়ে ক্রিস গেইল, এভিন লুইসদের নাভিশ্বাস তুলেছেন হাফিজ। পঞ্চম ওভারে লুইসের বিপক্ষে মেডেন তুলে নেন হাফিজ। ৪০ বছর বয়সী হাফিজ ডটবল করেছেন ১২টি। ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। যা টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা কিপটে বোলিং হাফিজের।

হাফিজের কিপটে বোলিংয়ে ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে মাত্র ৭০ রান। ততক্ষণে সাজঘরে ফ্লেচার (০), ক্রিস গেইল (২০ বলে ১৬) ও শিমরন হেটমায়ার (১৮ বলে ১৭)। খানিক পর আঘাত পেয়ে আহত অবসরে যান বাঁহাতি ওপেনার এভিন লুইসও (৩৩ বলে ৩৫)।

শেষ ৫ ওভারে সমীকরণ ছিল ৭৪ রানের। সেখান থেকে ঝড় তোলেন নিকোলাস পুরান। পরের ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ পায় ৫৪ রান। শাহীন আফ্রিদির করা শেষ ওভারে বাকি ২০ রানের মধ্যে শুধু ১২-ই করতে সক্ষম হয়েছেন পুরান। অধিনায়ক কাইরন পোলার্ড ফিরেছেন শেষ ওভারে শাহীনের শিকার হয়ে। ৩৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়েন পুরান।

এর আগে পাকিস্তান প্রথমে ব্যাট করে লড়াকু সংগ্রহ পায় অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিং নৈপুণ্যে। ৩৬ বলে ৪৬ রান করেন রিজওয়ান। ৪০ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। ২৬ রানে ৪ উইকেট শিকার করেন জেসন হোল্ডার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status