বিনোদন

আলাপন

গান প্রকাশের জন্য স্বাভাবিক অবস্থা প্রয়োজন -পূজা

ফয়সাল রাব্বিকীন

১ আগস্ট ২০২১, রবিবার, ৯:৩১ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত এ শিল্পী। প্রতি উৎসবেই বেশ কিছু গান প্রকাশ করেন এই গায়িকা। তবে গেলো ঈদে কেবল একটি নাটকের গানই করেছেন তিনি। কিন্তু কেন? পূজা বলেন, উৎসব উপলক্ষে গান প্রকাশের একটা রীতি গড়ে উঠেছে আমাদের। সেই ধারাবাহিকতায় বিশেষ গান প্রকাশ করে আসছি ঈদ, পূজা, ভালোবাসা দিবসসহ বিশেষ সময়ে। তবে গত বছর করোনা পরিস্থিতি শুরু হবার পর থেকে আগের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিতেই নেই। কারণ গান প্রকাশ হচ্ছে কম। লকডাউনের কারণে মিউজিক ভিডিও করা যাচ্ছে না। তাই এবার একটি গানই প্রকাশ হয়েছে আমার। 'হয় না বলা' শিরোনামের এই গানটি আমি গেয়েছি ইমরানের সাথে। সুর ও সংগীত করেছে রেজোয়ান শেখ। জি সিরিজের ব্যানারে প্রকাশিত গানটি থেকে ভালো সাড়া মিলছে। নতুন গান কি করা হয়েছে এরমধ্যে? এ গায়িকা বলেন, বেশ কিছু গানের কাজ শেষ করেছি এরমধ্যে। আসিফ আকবর ভাইয়ের সঙ্গে একটি গান প্রস্তুত প্রকাশের জন্য, তবে ভিডিও বাকি। ইমরানের সঙ্গে দুটি নতুন গান প্রকাশের অপেক্ষায়। আর আমার একক কণ্ঠের গানও করেছি। আশা করছি গান গুলো প্রকাশ পেলে ভালো লাগবে সবার। লকডাউনের সময় কিভাবে কাটছে? পূজা বলেন, পরিবারের সঙ্গেই সময় পার করছি। গানের প্র‍্যাকটিসও চলছে। এছাড়া সিনেমা-ওয়েব সিরিজ দেখছি। গানের অবস্থা কেমন মনে হচ্ছে এখন? এ সংগীতশিল্পী বলেন, গানের অবস্থা ভালো না। সংগীতের মানুষেরা ভালো নেই। কারণ করোনা মহামারীর কারণে স্টেজ শো বন্ধ। এর ফলে অনেক শিল্পী-মিউজিশিয়ান বেকার হয়ে গেছেন। অনেকে পেশা বদলেছেন। ঢাকা শহর ছাড়তে বাধ্য হয়েছেন। গানও এখন কম প্রকাশ হচ্ছে। কারণ গান প্রকাশের জন্য স্বাভাবিক অবস্থা প্রয়োজন। তবে দোয়া করছি যেন দ্রুত এই পরিস্থিতির অবসান হয়। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? পূজা উত্তরে হেসে বলেন, খুব ভালো চলছে। আমরা একে অপরকে কাজে বেশ সাপোর্ট করি, উৎসাহ দেই। সব মিলিয়ে সংসার খুব ভালো চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status