ভারত

কোভিডে ১০ রাজ্যে অশনি সংকেত, কেন্দ্রের হুঁশিয়ারি কড়া ব্যবস্থা নেয়ার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১ আগস্ট ২০২১, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

ফাইল ফটো

ভারতের ১০টি রাজ্যে কোভিড তার পক্ষপুট বিস্তার করেছে সাংঘাতিক ভাবে। এই রাজ্যগুলি কার্যত দ্বিতীয় ঢেউ আর তৃতীয় ঢেউ-এর সন্ধিস্থলে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ স্পষ্ট বার্তা দিয়েছেন, অবিলম্বে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে কোভিড আক্রান্তদের বিছিন্ন করতে না পারলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। যে ১০টি রাজ্যকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করেছে, সেগুলি হল- কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আসাম, মহারাষ্ট্র, মিজোরাম, মণিপুর, মেঘালয়। এই ১০ রাজ্যে ৪৬টি জেলায় সংক্রমন ১০ শতাংশের ওপর। ৫৩টি জেলায় সংক্রমণ পাঁচ থেকে দশ শতাংশ। অথচ বেশ কিছু রাজ্য এখনও অসতর্ক। ওড়িশায় আজ থেকে খুলে যাচ্ছে সিনেমা হল, শপিং মল। অথচ কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী ওড়িশাও বিপজ্জনক সীমানায় আছে। এই ১০ রাজ্য থেকে ডেল্টা ভাইরাস অন্য রাজ্যগুলিতে সংক্রমিত করার সম্ভাবনাও কেন্দ্রীয় সরকার উড়িয়ে দিচ্ছেনা। এত আশংকার মধ্যে একটি আশার আলো দেখিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারা বলেছে, কোভিডের দ্বিতীয় অভিঘাতে যে সব রাজ্যগুলি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে তৃতীয় ঢেউ খুব বেশি ছায়া ফেলবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status