অনলাইন

জালালাবাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল

অবস্থা স্থিতিশীল, হাসপাতালে বই-পত্রিকা পড়তে চান মুহিত

স্টাফ রিপোর্টার

৩১ জুলাই ২০২১, শনিবার, ৮:২৯ অপরাহ্ন

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকের বরাতে এমনটাই জানিয়েছেন তার সহোদর ড. একে আব্দুল মুবিন। শনিবার সন্ধ্যায় মানবজমিনকে তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর তার অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সর্বশেষ সিটিস্ক্যানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে বয়সজনিত অন্য জটিলতা সত্ত্বেও তিনি শারীরিকভাবে যথেষ্ট ভালো আছেন দাবি করে ড. মুবিন বলেন, ‘মাশআল্লাহ, তিনি এতটাই ভালো বোধ করছেন যে, হাসপাতালের বেড়ে থেকেও বই-পত্রিকা পড়তে চেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোজ তার রুমে পত্রিকা সরবরাহের আশ্বাস দিয়েছেন। বাসা থেকে পছন্দের কিছু বইও পাঠানো হয়েছে।’
এদিকে ঢাকাস্থ বৃহত্তর সিলেটের বাসিন্দাদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশু রোগমুক্তি কামনায় জুম প্লাটফর্মে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অর্থমন্ত্রীর সহোদর সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুক্রবারের ওই দোয়া মাহফিল-পূর্ব আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের আজীবন সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংগঠনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি, সহ-সভাপতি জালাল আহমেদ, সহ-সভাপতি ও ভবন ট্রাস্টের সচিব আব্দুল কাইয়ুম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক প্রমুখ। আলোচনা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ জালালাবাদ এসোসিয়েশনের সব সদস্যের সুস্থতা এবং যারা করোনাকালে চিরবিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ ফুলতলী কমপ্লেক্সের ইমাম মাওলানা শাহীদ আহমদ। আলোচনা ও দোয়া মহফিলে এসোসিয়েশনের দেশ ও বিদেশের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সদস্যরা যুক্ত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status