শেষের পাতা

ভিয়েনায় এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতির দায়িত্ব নিলো বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার

১ আগস্ট ২০২১, রবিবার, ৮:১৪ অপরাহ্ন

ভিয়েনায় অস্ট্রিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘের অধীন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলি দেখভালের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের গ্রুপ (এপিজি)-এর সভাপতির দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ মিশন জানিয়েছে- বৃহস্পতিবার ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাসমূহ ও অন্যান্য বৈশ্বিক প্রক্রিয়ায় ৫৪ সদস্য রাষ্ট্রের অনন্য ও বৈচিত্র্যময় এই গ্রুপের অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে গ্রুপ সভাপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ দূত সদ্য সাবেক সভাপতি আফগানিস্তানের রাষ্ট্রদূতের কাছ থেকে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। সেখানে ভিয়েনায় নিযুক্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের স্থায়ী প্রতিনিধিগণ এবং অন্যান্য কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু পরিবর্তন রোধ, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন, সন্ত্রাস মোকাবিলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং চলমান করোনা মহামারি মোকাবিলা ও কোভিড-পরবর্তী সবুজ পুনরুদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status