শেষের পাতা

একদিনে ২১৮ জনের মৃত্যু

জুলাই মাসেই প্রাণহানি ছাড়ালো ৬ হাজার

স্টাফ রিপোর্টার

১ আগস্ট ২০২১, রবিবার, ৮:১২ অপরাহ্ন

দেশে একদিনে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই করোনায় প্রাণহানি হয়েছে ৬ হাজার ১৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন।  সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত  হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার  ৪৮৪ জন। এরমধ্যে চলতি জুলাই মাসেই শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।  ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জন এবং এখন পর্যন্ত  ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৬৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status