বাংলারজমিন

বেতাগী শহর রক্ষা বাঁধের ব্লকে ধস

বরগুনা প্রতিনিধি

১ আগস্ট ২০২১, রবিবার, ৮:০৬ অপরাহ্ন

বরগুনার বেতাগীতে সংস্কারের অভাবে বিষখালী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের পৌর শহর রক্ষা বাঁধের ব্লক দিন দিন ধসে পড়ছে। আর এতে এখানকার ভাগ্যাহত মানুষের কপাল পুড়ছে। লঘুচাপের প্রভাবে গত ৪ দিনের ভারি বর্ষণ ও বিষখালী নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারণে আরও আতঙ্কিত হয়ে পড়ছে এখানকার স্থানীয় বাসিন্দারা। এখন ব্লক ধসে বাঁধটি নদীতে বিলীন হতে আর কিছু সময়ের ব্যাপার। এর আগে ২০১৯ সালের ১৫ই জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপিসহ একাধিকবার মন্ত্রীদের সরজমিন এলাকা পরিদর্শন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের জাতীয় সংসদে উপস্থাপন, বাঁধের ব্লক রক্ষার জন্য ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এলাকায় একাধিকবার মানববন্ধন, ঢাকায় সংবাদ সম্মেলন এভাবে নানা কর্মসূচিও পালন করা হয়। আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ। কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রী, সচিব, উর্চ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন সময়ে যদিও বাঁধের ব্লক রক্ষার প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু তাদের এ কথায় এখন আর কেউ আশ্বস্ত হতে পারছেন না। জানা যায়, সিডর, আইলা, ইয়াসের পর কেন ভেঙে যাওয়া রক্ষা বাঁধ স্থায়ীভাবে রক্ষার জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে ২০১১ সালে আরো ব্লক তৈরি করে বাঁশ, বালি ও বস্তার চট রেখে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ওই ঠিকাদারের আর খোঁজ নেই। সরজমিন দেখা যায়, বাঁধের ব্লক ধসে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ক্রমশ এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ব্লক ধসে জোয়ারে লবণাক্ত পানি ঢুকে গাছপালা বিশেষ করে ফলজ বৃক্ষের পাতাগুলো পুড়ে আঙ্গার হয়ে গেছে। বাসিন্দারা পারছে না ফসল ফলাতে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিষখালী নদীর পানি বার বার বেড়ে যাওয়ায় বাসিন্দাদের প্রায়ই অভুক্ত দিন কাটাতে হয়। এ বিষয়ে বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন, নানা জটিলতায় বেতাগী শহর রক্ষা বাঁধ প্রকল্পটি আটকে ছিল। ইতিমধ্যে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহর রক্ষা বাঁধের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমি আশা করি শিগগিরই এ প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন হলে আমরা কাজ শুরু করতে পারবো। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আহমেদ বলেন, বাঁধ নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ওই প্রকল্পে বেতাগী শহর রক্ষা বাঁধ রয়েছে। মন্ত্রণালয় থেকে এই প্রকল্প অনুমোদন পেলে বেতাগী শহর রক্ষা বাঁধের কাজ শুরু করবো। জেলার ৪টি ভাঙন কবলিত স্থানকে একটি প্রকল্পের আওতায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি গত জুন মাসে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী ক্ষতিগ্রস্ত বাঁধের ব্লক রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির দাবি জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status