খেলা

এক সপ্তাহে দু’বার রেকর্ড ভাঙতে প্রস্তুত ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক

১ আগস্ট ২০২১, রবিবার, ৭:৪৮ অপরাহ্ন

খেলোয়াড় দলবদলে এক সপ্তাহে দু’বার রেকর্ড ভাঙতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। ইংলিশ দৈনিক ‘দ্য সান’ জানিয়েছে, এই সপ্তাহে জ্যাক গ্রিলিশের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে ইংল্যান্ডের ধনকুবের ফুটবল ক্লাবটি। অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে গ্রিলিশকে দলে টানছে ম্যান সিটি। খেলোয়াড় দলবদলে ইংলিশ প্রিমিয়ার লীগের কোনো ক্লাবের সবচেয়ে বড় অঙ্কের ট্রান্সফার হবে এটি। ‘দ্য সান’ জানিয়েছে, ভিলা অধিনায়ককে দলে টানার পর পরই ম্যানচেস্টার সিটি ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক চুক্তি করতে চান ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে। এতে ভেঙে যাবে গ্রিলিশের ট্রান্সফারের রেকর্ডটিও। অপর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ২৮ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের জন্য দাম হাঁকিয়েছে ১৬০ মিলিয়ন পাউন্ড।
দলবদলে ইংলিশ প্রিমিয়ার লীগের কোনো ক্লাবের সবেচেয়ে বড় অঙ্কের ট্রান্সফারের রেকর্ডটি সিটিজেনদের নগর সতীর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০১৬ সালের আগস্টে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ইংলিশ লীগে বড় অঙ্কের ট্রান্সফারে শীর্ষ পাঁচের চারটিই ম্যানচেস্টার ইউনাইটেডের। এর শুরু থেকে টানা তিনটিতে ম্যানইউর নাম। সবকিছু ঠিক থাকলে তালিকার শীর্ষ দুটি স্থান দখলে নিতে যাচ্ছে ম্যানইউর নগর সতীর্থ ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী ইংলিশ উইংগার গ্রিলিশকে দলে ধরে রাখতে চেষ্টার কমতি নেই অ্যাস্টন ভিলার। কিন্তু গ্রিলিশ নিজেই যেতে চাইছেন সিটিতে। এর প্রধান কারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ। নতুন মৌসুমের জন্য অ্যাস্টন ভিলার কোনো রকম প্রচার-প্রচারণার (প্রমোশন) কাজে  অংশ নেননি জ্যাক গ্রিলিশ। গত শুক্রবার গ্রিলিশকে ছাড়াই তাদের নতুন মৌসুমের জার্সি উন্মোচন করে অ্যাস্টন ভিলা। এর আগে জানা গিয়েছিল হ্যারি কেইনকে দলে পেতে নগদ অর্থের সঙ্গে একজন খেলোয়াড়কে দিতে চায় ম্যান সিটি। তবে শেষ পর্যন্ত টটেনহ্যাম চেয়ারম্যান জন লেভির হাঁকা দামেই কেইনবে দলে ভেড়াচ্ছে আমিরাতি ধনকুবের শেখ মনসুরের মাালিকানাধীন ক্লাবটি। সাম্প্রতিক ফুটবলে ইংল্যান্ডের সবচেয়ে সফল ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিই। গত চার মৌসুমে তিনবার ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা, চারটি লীগ কাপ, একটি এফএ কাপ জয়সহ একবার উয়েফা চ্যামিপয়ন্স লীগের ফাইনাল খেলেছে ম্যানচেস্টার সিটি। তবে চ্যাম্পিয়ন্স লীগে অতৃপ্তিটা থেকে গেছে ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার। গত চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে অপর ইংলিশ ক্লাব চেলসির কাছে স্বপ্ন ভাঙে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির। ফাইনালে ১-০ গোলে হেরে যায় প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন সিটিজেনরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status