খেলা
মাথায় বল লেগে হাসপাতালে আজম
স্পোর্টস ডেস্ক
২০২১-০৮-০১
অনুশীলনে ব্যাট করার সময় মাথায় চোট পেয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান আজম খান। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। পাকিস্তানের সংবাদমাধ্যম ও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গায়ানায় ব্যাটিং অনুশীলন করছিলেন আজম। সেসময় সতীর্থ ফাস্ট বোলারের একটি বল আঘাত হানে আজমের মাথায়। সে সময় মাথায় হেলমেট পরা ছিলেন তিনি। অজ্ঞান হওয়া কিংবা অন্য কোনো সমস্যা অবশ্য হয়নি। সতর্কতা হিসেবে হাসপাতালে নেয়া হয়েছে আজমকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় হাসপাতালের নিউরোসার্জন পরামর্শ দিয়েছেন আজমকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের। বাড়তি সতর্কতা হিসেবে আজমকে আরো বেশি সময় হাসপাতালে রাখা হবে। পাকিস্তানের সাবেক তারকা কিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিন আজমের দুর্ভাগ্য। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই পাকিস্তানের শেষ কুড়ি ওভারের সিরিজ। এমনিতেই উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসেছে চার ম্যাচে। প্রথম ম্যাচটি আবার পরিত্যাক্ত হয়েছে বৃষ্টির কারণে। বাকি তিন ম্যাচের দুটিতে নামা হবে না আজম খানের। চতুর্থ ও শেষ ম্যাচেও আজমের খেলা নিয়ে রয়েছে সংশয়। জুলাইয়ের মাঝামাঝিতে ইংল্যান্ড সফরে জাতীয় দলে আজমের অভিষেক। ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেললেও ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি। দুই ম্যাচে করেছেন ৬ রান।