খেলা

এবার চলে গেলেন টেবিল টেনিসের আনু ভাই

স্পোর্টস রিপোর্টার

১ আগস্ট ২০২১, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন

কয়েকদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান হাবিব অমিত। তার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই চলে গেলেন এই ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য প্রবীণ ক্রীড়া সংগঠক শামসুল আলম আনু।  তিনি দক্ষিণ এশিয়ান টিটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ারী ক্লাবেরও সাধারণ সম্পাদক ছিলেন। খেলোয়াড়ি জীবনে প্রথম বিভাগ হকি খেলেছেন একসময়। ৭৮ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সেরে ওঠার পর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিন সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে সুস্থ হয়ে বাসায় ফেরেন। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল সকালে বাসায় নিজ কক্ষে ঘুমের মধ্যে মারা যান তিনি। উত্তরায় বাদ জোহর জানাজা শেষে চার নম্বর সেক্টরে দাফন করা হয় এই কৃতী সংগঠকের। তার চলে যাওয়া টেবিল টেনিসের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সাবেক খেলোয়াড় ও কোচ মোহাম্মদ আলী। এ নিয়ে তিনি বলেন, ‘এই বয়সেও আনু ভাই টিটি নিয়ে খুব সক্রিয় ছিলেন। টিটির যেকোনো টুর্নামেন্ট আয়োজনে সব সময় সবার আগে এগিয়ে আসতেন। কখনো তার কাছ থেকে আমরা নেতিবাচক কিছু শুনিনি। আমরা টেবিল টেনিস অঙ্গনে এবার একজন অভিভাবককে হারালাম। এটা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমন বলেন, অমিতের শোক সইতে না সইতে আমাদের আনু ভাইও চলে গেলেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status