বাংলারজমিন

ব্রিজে বাঁশের রেলিং

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

১ আগস্ট ২০২১, রবিবার, ৭:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে ব্রিজের ভাঙা অংশে দুর্ঘটনা এড়াতে সাঁটানো হয়েছে বাঁশের কৃত্রিম রেলিং। এমন অভিনব রেলিং সাঁটিয়ে দুর্ঘটনা রোধের চেষ্টা চালাতে দেখা যায় উপজেলার উকিলবাড়ী কেবিআই রাস্তা ভায়া দড়িকাঁঠাল রাস্তার বইলর এবং কাঁঠাল ইউনিয়নের সংযোগস্থলে বাঘের বাজারের পাগারিয়া নদীর ওপর স্থাপিত এই ব্রিজটি। প্রায় দুইযুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক বছর হলো। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই ছোট ছোট যানবাহনসহ এলাকার লোকজন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। এই এলাকার হাজারো মানুষের চলাচলের জন্য নির্মিত এই ব্রিজের এমন বেহাল দশায় নেই কোনো কার্যকরী পদক্ষেপ। এলাকাবাসীর দাবি এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হোক। এই ব্রিজ দিয়ে চলাচলকারী অটোরিকশা চালক আকরাম জানান, অটো চালিয়ে এই ব্রিজ পাড়ি দিতে ভয় লাগে। মনে হয় এই বুঝি নিচে পড়লাম। বাঁশের রেলিং থাকায় ব্রিজ পাড়ি দিতে কিছুটা সাহস পাই। কাঁঠাল ইউনিয়নের বাঘের বাজারের চা দোকানি আব্দুল হামিদ জানান, প্রায় ৪ বছর আগে এই ব্রিজের কাজের জন্য মাটি পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখনো কাজ শুরু হয়নি। বইলর ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক বলেন, প্রায় দুই যুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে প্রায় ৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল করছে। এই ব্রিজটি আমাদের দুই ইউনিয়নের সংযোগস্থল। হাজার হাজার লোকজন চলাচল করে এই রাস্তায়। বইলর ইউনিয়নের বাসিন্দা বাঘের বাজারের মুদি দোকানি আবু তাহের জানান, আমরা স্থানীয়ভাবে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাঁশের রেলিং বেঁধে দিয়েছি। প্রায় ৫ বছর এভাবেই চলছে। এখানে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই আহত হয়েছেন। ব্রিজটি গলার কাটা হয়ে বিঁধে রয়েছে। কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল তার নিজ ওয়ার্ডের লোকজনের চলাচলের জন্য এমন বেহাল ব্রিজ সম্পর্কে অবগত নয় বলে জানান। ত্রিশাল উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ব্যক্তিগতভাবে আমি ঐ রাস্তার উপর নির্মিত ব্রিজটি সম্পর্কে অবগত নই। যেহেতু স্থানীয়রা জানিয়েছে কয়েক বছর আগে সয়েল টেস্ট করা হয়েছে তাই এই ব্রিজের জন্য মনে হয় প্রপোজাল পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে কাজ শুরু করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status