বাংলারজমিন

পরিবার যখন ফেলে যায়

হাত বাড়িয়ে দেয় ওরা

খালিদ হোসেন সুমন, নবাবগঞ্জ (ঢাকা) থেকে

১ আগস্ট ২০২১, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাহউদ্দীন মনজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সহিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার জন্য হাত বাড়িয়ে দিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। উপজেলাার করোনায় আক্রান্ত রোগীদের জানাজা, দাফন ও সৎকার করার দুুুঃসাহস এই মহামারির সময়ে এই কাজটি করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃত ব্যক্তিদের ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কাজটি করার জন্য এগিয়ে এলেন। তাবির হোসেন খান পাভেলকে কমিটির প্রধান সমন্বয়ক করে কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন, সৎকার কমিটির প্রধান সমন্বয়ক তাবির হোসেন খান পাভেলসহ মুফতি হাবিবুর রহমান নবাবগঞ্জী, মুফতি বোরহান উদ্দিন, মাওলানা বাইজিদ খান, মাওলানা ফজলুল হক, হাফেজ মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান প্রমুখ তারা বিভিন্ন এলাকায় করোনায় মৃত ব্যক্তিদের নিজস্ব উদ্যোগে জানাজা ও দাফন সম্পন্ন করে আসছেন। উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত হিন্দু ও খ্রীষ্টান ধর্মের লোকদের করোনায় আক্রান্ত হয়ে মৃতদের সৎকার করার জন্য নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ সভাপতি অনুপম দত্ত নিপুকে সৎকার কমিটির টিম লিডার করে নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য ও দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্র ঐক্য পরিষদের সাহসী যোদ্ধা নিয়ে ৩০শে এপ্রিল ২০২০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এ আক্রান্ত নবাবগঞ্জ উপজেলার হিন্দু ও খ্রীষ্টান সমপ্রদায়ের মৃত দেহের সৎকারের জন্য কমিটি গঠন করা হয়েছে। সদস্য সংখা বর্তমানে ১৬ জন। ধর্মীয় রীতি অনুসরণ করার জন্য আছে পুরোহিত। সদস্যরা হলেন-রূপন সরকার, চিত্ত দাস, অর্জুন দাস, অমল সরকার, কৃষ্ণ মণ্ডল, মিঠুন চক্রবর্তী (পুরোহিত) বাসুদেব শীল, গণপতি বাড়ৈ, রিমন দাস (সমন্বয়ক), শুভজিৎ সরকার, জয় চৌধুরী, শ্রীবাস মণ্ডল, অন্তঃহীন, রিভার ব্যাপারী, শ্রী কৃষ্ণ সাহা ও আমি অনুপম দত্ত নিপু।
তাবির হোসেন খান পাভেলের ব্যক্তিগত তহবিল থেকে ৩০শে মে ২০২০ প্রথম ৮টি রি-ইউজেবল পিপিই, ৮টি বুট, ৫ বক্স মাস্ক, ৫ বক্স গ্লাভস প্রদান করেন।
২৫শে মে ২০২০ প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভজন রাজবংশী (৫০)’র লাশ গ্রহণ জুরাইন শ্মশানে সমাধি দেয়া। উপহার ১৪ দিন কোয়ারেন্টিন, রাস্তায় অটোরিকশায় না তোলা। কিছু স্বার্থপর সহযোদ্ধার দূরে সরে যাওয়া। ৩০শে মে ২০২০ উপজেলা চেয়ারম্যান কতৃক চলাচলের সুবিধার জন্য আইডি কার্ড প্রাপ্তি। ১৬ই জুন ২০২০ ভেরনিকা গমেজ বালির ডিয়র গুরগুলি বাড়ি গোল্লা গির্জায় সমাধিস্তকরণ। ২০শে জুন ২০২০ শম্ভু হালদার- দাহ। ২৯শে জুন ২০২০ শুসেন বালো সাবেক স্বাস্থ্য পরিদর্শক- দাহ ২৫শে জুলাই ২০২০ সহযোগিতার হাত বাড়ায় ইউএনও সালাহউদ্দিন মনজু। ১৫টি পিপিই, ২৪ হ্যান্ড র‌্যাব, ৩০ কেএন ৯৫ মাস্ক, নরমাল মাস্ক ১৫ প্যাক, গ্লাভস ১৫ টি প্রদান করেন। ৭ই আগস্ট ২০২০ দুইদিন ঘরে লাশ হয়ে পড়ে থাকা মালতী শীল। উপহার হিসেবে পেয়েছে জয় ও মিঠুন চক্রবর্তী লাঞ্ছনা, পরবর্তীতে ইউএনও মহোদয় হস্তক্ষেপ করেন। ৯ই আগস্ট ২০২০ বড় গোল্লা মাড়িয়া গমেজ। ১৫ই আগস্ট ২০২০ শিকারীপাড়া সুরেন মণ্ডল। ১৯শে সেপ্টেম্বর ২০২০ চন্দ্রখোলা বরুণ মণ্ডল। ১৮ই অক্টোবর ২০২০ বড় বক্সনগর এন্থনি প্রভাত গমেজ। ১৯শে ডিসেম্বর ২০২০ বাহাদুরপুর জয়কৃষ্ণপুর ইউনিয়ন অকিনাশ হালদার। শিতের রাত ছিল বিদ্যুৎ ছিল না শ্মশানে, পাশের বাড়ির আপন ভাই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, জায়গাটা বেড়িবাঁধে তাই প্রচণ্ড ঠাণ্ডা ছিল। প্রতিবেশী ব্যবহৃত কাপড় পুরতে দেয়নি তার জায়গায়। মোটরসাইকেল কম থাকার কারণে ৪ জন এক গাড়িতে আসতে হয়েছিল। ২৩শে ডিসেম্বর ২০২০ চুড়াইন আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলার নেতা ভাস্কর কান্তি চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status