অনলাইন

‘শুধু ঢাকার শ্রমিকরা কারখানায় কাজ করবে, বাকিরা ৫ তারিখের পর কীভাবে আসবে জানাব’

অনলাইন ডেস্ক

৩১ জুলাই ২০২১, শনিবার, ৪:৩৩ অপরাহ্ন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রপ্তানিমুখী শিল্প কল-কারখানাগুলো আগামীকাল থেকে খুলে দেয়া হবে। তবে শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, তারা কারখানাগুলোতে কাজ করবে ৫ তারিখ পর্যন্ত। ৫ তারিখের পর ধীরে ধীরে তারা কীভাবে আসবে তা আমরা জানাব। আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল আমরা বিষয়টি ক্লিয়ার করেছি। মিটিংয়ে মালিকরা কথা দিয়েছেন, যারা শুধু ঢাকায় আছেন তাদেরকে নিয়েই কর্মকা- শুরু করবে, কেউ চাকরি হারাবে না। ৫ তারিখের পর পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবে, একেবারে না। এক্ষেত্রে কিন্তু ছাঁটাইয়ের কোনো আশঙ্কা নেই। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানও সাক্ষাৎকার দিয়ে বলেছেন এটি। তারা স্পষ্ট করে দিয়েছেন, কাউকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কেউ এখানে ছাঁটাই হবে না। ৫ তারিখের পর ধীরে ধীরে তারা কীভাবে আসবে তা আমরা জানাব।

করোনা সংক্রমণ রোধে ৫ই আগস্টের পর বিধিনিষেধ আরও অন্তত ১০ দিন বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সুপারিশ মাথায় আছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ তারিখে এ বিষয়টি পরিষ্কার হবে বলে জানান প্রতিমন্ত্রী।  তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কীভাবে করলে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি, সেটি আমাদের মূল লক্ষ্য। আমাদের কাজকর্মগুলো, যেগুলো একেবারেই অপরিহার্য সেগুলো চালানো। সেটি কী করলে ভালো হবে, সেজন্য আরেকটু সময় আমাদের লাগবে।

গণপরিবহন চালু হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কী হবে, সেটি নিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status