অনলাইন

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

অনলাইন ডেস্ক

৩১ জুলাই ২০২১, শনিবার, ৪:১৮ অপরাহ্ন

কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া উপহার করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। এই চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে। আজ শনিবার বিকালে ক্যাথে প্যাসিফিকের একটি কার্গো ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ভ্যাকসিন গ্রহণকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এ নিয়ে দুই দফায় বাংলাদেশে প্রায় ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠালো জাপান। এর আগে গত ২৪শে জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা দেশে আসে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেয়ার কথা আছে জাপান সরকারের। সে লক্ষ্যে আগামী ৩রা আগস্ট ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status