বাংলারজমিন

ডুমুরিয়ায় জলাবদ্ধতা, মৎস্য চাষীদের ক্ষতি ৭ কোটি টাকা

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) থেকে

৩১ জুলাই ২০২১, শনিবার, ৩:১৬ অপরাহ্ন

ডুমুরিয়া উপজেলায় গত কয়েকদিনের বৃষ্টির পানিতে কয়েকটি বিলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে তলিয়ে গেছে মৎস্য ঘের। একদিকে যেমন চলতি মৌসুমে আমন ধান চাষ করা নিয়ে শংকায় রয়েছেন কৃষকরা। অন্যদিকে মৎস্য ঘের মালিকদের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। সরজমিনে শোলাকুড়ি, পাঠনপাড়া, ভায়নার বিলে গেলে দেখা যায় জলাবদ্ধতা। এই সকল বিলের পানি নিষ্কাশন হয়ে যায় ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীতে। সেই পানি অপসারণের পথে রয়েছে বিভিন্ন ধরনের বাঁধ। এছাড়াও চুকনগর যশোর রোডের পাশে রয়েছে শোলাকুড় বিল এই বিলের সব পানি নিষ্কাশন হয় ভদ্রা নদীতে। সেই পানি নিষ্কাশনের জায়গাগুলো এখন দখল করে নিয়েছে প্রভাবশালী মহল। পানি নিষ্কাশনের জায়গাগুলো দখলে নিয়ে গড়ে তুলেছে বহুতল ভবন সহ ব্যবসা প্রতিষ্ঠান। যে কারণে এই বিলে আমন ধান চাষ করা নিয়ে মহাবিপাকে রয়েছেন কৃষকরা। জমির মালিকদের সাথে কথা বললে প্রায় সকলেই এই বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানান।
সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে জানা যায়, চলতি মৌসুমে আমন চাষ হয় ১৫৫২৫ হেঃ জমিতে। যার উৎপাদন লক্ষমাত্রা থাকে ৬৯৮৬২ মেঃ টন। পানি নিষ্কাশন না হলে ধান উৎপাদন কম হবে বলে জানাযায়। অফিস সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির কারণে ২৬৫০টি ঘের ও ২৩০টি পুকুরের ৮৭ মে. টন চিংড়ি ২.২৫ কোটি চিংড়ি পোনা ও ৫২ মে.টন অন্যান্য মাছ ভেসে গেছে। ৫০টি কাঁকড়া খামার এই জলাবদ্দতার কারণে তলিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা। এই কারণ হিসাবে সকল চাষী সহ স্থানীয়রা সকলেই বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা না করাকেই দায়ী করছেন।
খোঁজ নিলে আরো জানা যায়, দেশের গলদা উৎপাদনের ১৯ ভাগ এই উপজেলাতেই হয়। আর জেলার উৎপাদনের মধ্যে ৬০ হয় অত্র উপজেলাতে। গত অর্থ বছরে ৬৬৯৫ মে. টন মাছের চাহিদা ছিল তার বিপরীতে উৎপাদন হয়েছিল ১০৩৫০ মে. টন। কিন্তু এবছর একনাগাড়ে কয়েকদিন বৃষ্টির কারণে বিভিন্ন বিলে জলাবদ্ধতার কারণে ঘের তলিয়ে যাওয়া, আমন ধান চাষ করা নিয়ে শংকায় থাকলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কতৃপক্ষ। যেটাকে কৃষক মৎস্যচাষী এমনকি স্থানীয়রা ভালোভাবে দেখছেন না বিষয়টাকে।
এবিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ বলেন, আমি সরজমিনে প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে যেখানে যেখানে জলাবদ্ধতা আছে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status