কলকাতা কথকতা
কলকাতা কথকতা
সিপিএম মুখপত্র গণশক্তিতে কলম ধরলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৭-৩১
সিপিএম, কংগ্রেস শূন্য বিধানসভায় তিনি একমাত্র সংযুক্ত মোর্চার প্রতিনিধি। এবার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী কলম ধরলেন গণশক্তি পত্রিকায়। সিপিএমের মুখপত্র এই সংবাদপত্রে তিনি লিখেছেন -মানুষ বিধ্বস্ত, চুপ করে থাকবে না। এই নিবন্ধে তিনি বামেদের সঙ্গে দূরত্ব না থাকার কথা যেমন বলেছেন তেমনই বর্ণনা করেছেন বিধানসভায় যে তাকে ২৯৩ বিধায়কের সঙ্গে লড়তে হচ্ছে সেই কাহিনি। অর্থাৎ একদিকে নওশাদ অন্যদিকে তৃণমূল আর বিজেপির বাকি ২৯৩ জন। তার এলাকা ভাঙড়ের দুঃখ, দুর্দশার কথাও তিনি তুলে ধরেছেন। ভাঙ্গর নিয়ে নিজের কিছু পরিকল্পনা কথাও তুলে ধরেছেন।