খেলা

দল নির্বাচনে নেই ভূমিকা, আফগান বোর্ডের প্রধান নির্বাচকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২১, শনিবার, ২:২৪ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটিকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান। তবে দল নির্বাচনে কোনো মতামত নেয়া হয়নি প্রধান নির্বাচক আসাদুল্লাহ খানের। যেকারণে আফগান বোর্ডের গুরুত্বপূর্ণ পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছয়টি কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। খবরটি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সিরিজটির জন্য গত ২৩শে জুলাই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২৪শে জুন পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান ফারহান ইউসুফজাইকে চিঠি দিয়েছেন আব্দুল্লাহ। পদত্যাগের আবেদন গৃহীত হয় গত ২৭শে জুলাই। দল সাজানোর ক্ষেত্রে অক্রিকেটীয় মানুষদের প্রভাব খাটানোর অভিযোগ তোলেন আসাদুল্লাহ খান।
পদত্যাগ পত্রে যে ছয়টি কারণ উল্লেখ করেছেন আসাদুল্লাহ-
*দায়িত্ব গ্রহণের পর থেকে চাহিদা মোতাবেক যথাযথ নির্বাচক কমিটি না দেয়া।
*প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের সময় অতিরিক্ত বাধা প্রদান।
* খেলোয়াড়দের সম্পর্কে ধারণা না থাকা অক্রিকেটীয় মানুষদের সম্পৃক্ততা।
*দল গঠনের ক্ষেত্রে মতের গুরুত্ব না থাকা।
*তিন মাস ধরে বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎকারের সূচি না পাওয়া।
*পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াড সম্পর্কে অবগত না থাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status