অনলাইন

সরানো হয়েছে 'ঘটনা সত্য', থামেনি প্রতিবাদ

আমার সন্তান পাপের শাস্তি নয়, সে একটা স্পেশাল গিফট

তারিক চয়ন

৩১ জুলাই ২০২১, শনিবার, ১:৩৬ অপরাহ্ন

ইদানীং ফেসবুকে ঢুকলেই লক্ষ্য করা যাচ্ছে ব্যাপারটা। অনেক ফেসবুক ব্যবহারকারীকেই নিজেদের টাইমলাইনেই নিজ নিজ সন্তানের ছবি পোস্ট করে লিখতে দেখা যাচ্ছেঃ
'আমার সন্তান কোন পাপের শাস্তি না বরং সে হলো একটা স্পেশাল গিফট'।

যারা এ ধরনের ছবি পোস্ট করছেন বা লেখা লিখছেন তাদের প্রায় সকলের সন্তানই 'বিশেষ শিশু'। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন এ ধরনের লেখার হিড়িক পড়েছে সোশ্যাল মিডিয়ায়?

ঘটনার নেপথ্যে যাওয়া যাক। পবিত্র ঈদুল আজহার বিশেষ নাটক ‘ঘটনা সত্য’
সিএমভি'র ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় গত ২৪ জুলাই। নাটকটি প্রচারের পর থেকেই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটির মূল বার্তা ছিল- পাপ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তুমুল বিতর্কের জন্ম দেয় প্রায়শ্চিত্ত দেখানো নিয়ে। নাটকের দৃশ্যে দেখা যায়, চুরি করে জীবন নির্বাহ করা ওই দম্পতির ঘরে জন্ম নেয় 'বিশেষ শিশু'! মানে ওই 'বিশেষ শিশু' হলো পাপের ফসল!

অবশ্য অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নাটকটিকে প্রত্যাহার করে নেয় ইউটিউবসহ অনলাইনের সব মাধ্যম থেকে। কিন্তু সমালোচনা থেমে থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারুদের মতো ছড়িয়ে পড়ে। ফেসবুকে ‘ট্রেন্ড’ হয়ে উঠে 'আমার সন্তান কোন পাপের শাস্তি না বরং সে হলো একটা স্পেশাল গিফট'।

মাকনুনাহ রানা নামের একজন ফেসবুক ব্যবহারকারী নিজ সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, "আমার ছেলে সিফাত, ওর বয়স ৯। ওকে নিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু কোন কষ্টই গায়ে লাগে নি কোনদিন। কারণ, আমি জানি আমার ছেলে কোন পাপের শাস্তি না বরং সে হলো একটা স্পেশাল গিফট।"

সাংবাদিক মারিয়া সালাম তার ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, "আমার ছেলে নির্ঝর, ওর বয়স ১২। ওকে নিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু কোন কষ্টই গায়ে লাগে নি কোনদিন। কারণ, আমি জানি আমার ছেলে কোন পাপের শাস্তি না বরং সে হলো একটা স্পেশাল গিফট।"

মেহেদি সুমন লিখেছেন, "কারো পাপে জন্ম নেয় না বিশেষ শিশু। তারা খোদার সেরা দান, তারা বেহেশতি সন্তান।"

অনেকে আবার সরাসরি প্রতিবাদের আহবান জানাচ্ছেন। যেমনঃ চিকিৎসক আইরিন বিনতে আজাদ নিজের সন্তানের সাথে ছবি পোস্ট করে লিখেছেন- তুমি আমার পূণ্যের খোরাক। তুমি আমার আশীর্বাদ। তুমি না আসলে জীবনের আসল অর্থ হয়তো খুঁজেই পেতাম না!

হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছেন "হোকপ্রতিবাদ"।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status