অনলাইন

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

৩১ জুলাই ২০২১, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ শতাংশ।
বর্তমানে হাসপাতালে ১৭৭জন করোনা আক্রান্ত রোগী ও ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৪ জন ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।
এদিকে লকডাউনের নবম দিন আজ শনিবার ঢিলেঢালাভাবে চলছে। ছুটির দিন হওয়ায় শহরসহ সর্বত্র জনসমাগম কম রয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট পরিবহন চলাচল রয়েছে স্বাভাবিক। লকডাউন কার্যকরে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৯১ জনের কাছ থেকে ৪৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের সম্বনয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status