বিশ্বজমিন

জলবসন্তের মতো ছড়িয়ে পড়তে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট, মূল ভাইরাসের চেয়ে হাজার গুন সংক্রামক

মানবজমিন ডেস্ক

৩১ জুলাই ২০২১, শনিবার, ১০:০৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের এ পর্যন্ত জ্ঞাত সব প্রকার বা ভ্যারিয়েন্টের চেয়ে অধিক ভয়াবহ অসুস্থতা সৃষ্টি করতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট জলবসন্তের মতো সহজেই ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক আভ্যন্তরীণ ডকুমেন্টে এ কথা বলা হয়েছে। অপ্রকাশিত ওই ডকুমেন্টে যেসব ডাটা তুলে ধরা হয়েছে, তাতে দেখা যায়, টিকা দেয়া হয়নি এমন ব্যক্তিরা ডেল্টা ভ্যারিয়েন্ট যে হারে ছড়িয়ে দিতে পারেন, সেই একই হারে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে দিতে পারেন টিকা দেয়া হয়েছে এমন ব্যক্তিরাও। এ বিষয়টি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বৃহস্পতিবার প্রথম রিপোর্ট করে ওয়াশিংটন পোস্ট। সিডিসির পরিচালক ড. রোচেলে পি ওয়ালেনস্কি মঙ্গলবার স্বীকার করেছেন, টিকা দেয়া হয়েছে এমন ব্যক্তিরাও একই রকমভাবে ডেল্টা ভ্যারিয়েন্ট বহন করতে পারেন নাকে, গলায়। এর মাধ্যমে তারা টিকা দেয়া হয়নি এমন ব্যক্তিদের মতোই ছড়িয়ে দিতে পারেন এই ভ্যারিয়েন্ট। কিন্তু সিডিসির আভ্যান্তরীণ ওই ডকুমেন্ট এই ভ্যারিয়েন্টের আরো ভয়াবহতা ও তার বিস্তৃত বিষয় তুলে ধরেছে।

এতে বলা হয়েছে, যেসব ভাইরাস মার্স, সার্স, ইবোলা, সাধারণ ঠাণ্ডা, সিজনাল ফ্লু, গুঁটি বসন্ত এবং জলবসন্ত সৃষ্টি করে তার চেয়েও বেশি সংক্রামক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। ওই ডকুমেন্টের একটি কপি হাতে পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ডেল্টা ভ্যারিয়েন্ট আসলে বি.১.৬১৭.২ হিসেবে চিহ্নিত হয় প্রথম ভারতে। ডকুমেন্টে বলা হয়েছে, এই ভ্যারিয়েন্ট ভয়াবহ জটিল অসুস্থতা সৃষ্টি করতে পারে। এতে আরো বলা হয়েছে, সিডিসি স্বীকার করেছে তাদের অত্যবশ্যকীয় পরবর্তী পদক্ষেপ হলো এই ‘যুদ্ধে’ পরিবর্তন আনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, পুরো যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার বিষয়ে সিডিসির বিজ্ঞানীরা যে সতর্কতা দিয়েছেন- এই ডকুমেন্টে তারই প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা ডকুমেন্টে যে গবেষণা উপস্থাপন করা হয়েছে, তা দেখেছেন। পরবর্তীতে এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে আরো তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, সিডিসি এই ডাটার তথ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কারণ, এতে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ হুমকির কথা তুলে ধরা হয়েছে। এ বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

সিডিসি গত ২৪ শে জুলাই পর্যন্ত তাদের এই রিপোর্টে যেসব ডাটা সংকলন করেছে তাতে দেখা গেছে- যুক্তরাষ্ট্রে টিকা দেয়া হয়েছে ১৬ কোটি ২০ লাখ মানুষকে। এর মধ্যে প্রতি সপ্তাহে প্রায় ৩৫০০০ মানুষ লক্ষণযুক্ত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। তবে সিডিসি হালকা বা লক্ষণ প্রকাশ পায়নি এমন সংক্রমিতদের এ ডকুমেন্টে অন্তর্ভুক্ত করেনি। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। এতে বলা হয়েছে, বাতাসের মাধ্যমে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ায় দ্রুতবেগে। আলফা ভ্যারিয়েন্ট সংক্রমিত করার চেয়ে এই ভ্যারিয়েন্ট ১০গুন বেশি আক্রান্ত করার ক্ষমতা রাখে। এখানে উল্লেখ্য, আলফা ভ্যারিয়েন্টও উচ্চ মাত্রায় সংক্রামক।

এক গবেষণায় দেখা গেছে, করোনার মূল ভাইরাস একজন মানুষকে যে হারে আক্রান্ত করতে পারে, তার চেয়ে এক হাজার গুনেরও বেশি আক্রান্ত করতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। সিডিসি এসব তথ্য সন্নিবেশ করেছে বহুবিধ গবেষণা থেকে। এর মধ্যে রয়েছে সম্প্রতি ম্যাচাচুসেটসের প্রোভিন্সটাউনে সংক্রমণ বিশ্লেষণ। ওই শহরে ৪ঠা জুলাইয়ের উৎসবের পর এই সংক্রমণ ছড়িয়েছে।

সিএনএনকে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন পর্যন্ত যেসব সংক্রামক ভাইরাস যেমন হাম, জলবসন্ত ইত্যাদি সম্পর্কে জানি তার মধ্যে সবচেয়ে সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট। তিনি আরো বলেন, শিক্ষার্থী, স্টাফ এবং ভিজিটরসহ স্কুলের সবাইকে সব সময় মাস্ক পরে থাকতে হবে। তার মতে, এই ভ্যারিয়েন্ট চরম রূপ ধারণ করছে। তাই একে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপও হওয়া উচিত কঠোর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status