প্রথম পাতা
আরও ২১২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-৩১
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৬৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৫ জন এবং এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৬৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।