বাংলারজমিন

দোহার-নবাবগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৩১ জুলাই ২০২১, শনিবার, ৮:০১ অপরাহ্ন

দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে গেল একমাস ধরে প্রায় প্রতিদিনই গড়ে ২/১ জন করে মারা যাচ্ছেন। বাড়িতে মারা যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু তালিকায় নেই তাদের সংখ্যা। করোনা সংক্রমণও ছড়িয়েছে ব্যাপক হারে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ৯ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ২৯ জন। অপরদিকে দোহার উপজেলাও করোনা অস্বাভাবিকভাবে বেরেই চলছে। দোহারে সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র চলতি মাসের ২৫ দিনে দোহারে করোনা শনাক্ত হয়েছেন ৮৭২ জন। অনেকেই উপসর্গ গোপন করে অবাধে চলফেরা করছেন। পরীক্ষা করাতেও রয়েছে চরম অনীহা। এই ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করতে অর্থদণ্ড করা হচ্ছে। কিন্তু নানা ধরনের অজুহাতে মানুষ রাস্তায় চলাচল করছে। আরও কঠোর অবস্থানের বিকল্প নেই। দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরুজ মাহমুদ জানান অথদণ্ড নয় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যেকোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে আমরা মাঠে আছি। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শহিদুল ইসলাম বলেন, আমাদের অভিভাবক সংসদ সদস্য সালমান এফ রহমান এমপির নির্দেশে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি জরুরি ছাড়া কোনো রোগী ঢাকায় পাঠানো প্রয়োজন নেই। আইসিইউ ছাড়া সকল প্রকার সেবা দেয়ার জন্য ডাক্তার, নাস, ওয়ার্ড এবং অক্সিজেন মেনিফোল্ডের সুবিধা প্রস্তুত আছে। তবে গণসচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status