বাংলারজমিন

রামেক হাসপাতালে ১ মাসে করোনায় ৫১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

৩১ জুলাই ২০২১, শনিবার, ৮:০১ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ মাসে করোনা এবং উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৫১০ জন। গত এক বছরের মধ্যে এই হাসপাতালে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান। মৃত ৫১০ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫৩ জন। তথ্যচিত্রে দেখা যায়, গত বছরের এপ্রিল মাস থেকে রামেক হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হয়। ওই মাসে মোট ২৫ জন রোগী ভর্তি হলেও কেউ মারা যাননি। তবে পরের মাস মে থেকে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে রোগী মৃত্যু শুরু হয়। হাসপাতালের দেয়া তথ্য মতে, গত বছরের আগস্ট মাস থেকে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু শুরু হয়। এর আগে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত করোনা রোগী ভর্তি হলেও আক্রান্ত কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে ওই ৪ মাসে মোট মারা যান ১৫৩ জন। এরপর আগস্টে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা যান ৯৭ জন। যার মধ্যে আক্রান্ত ছিলেন ২৬ জন। এরপর সেপ্টেম্বরে মৃত মোট ৫০ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৩ জন, অক্টোবরে মৃত ২৮ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৬ জন, নভেম্বরে মৃত ৩১ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৪ জন, ডিসেম্বরে মৃত ৩৪ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ১১ জন, জানুয়ারিতে মৃত ২৯ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৪ জন, ফেব্রুয়ারিতে মৃত ১৭ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ১ জন, মার্চে মৃত ৩১ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৩ জন, এপ্রিলে মৃত ৭৯ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৩৬ জন, মে’তে মৃত ১২৪ জনের মধ্যে আক্রান্ত ছিলেন ৫৩ জন, জুনে মৃত ৪০৫ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৮৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টার মধ্যে মারা যান তারা। এদের মধ্যে করোনায় ৭ জন এবং ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এ ছাড়া আরেকজন করোনা নেগেটিভ হয়ে অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন এবং চাঁপাই নবাবগঞ্জের একজন মারা গেছেন। এদেরমধ্যে রাজশাহীর ৪ জন, নওগাঁর ২ জন এবং নাটোরের একজন করে মোট ৭ জন মারা গেছেন করোনা সংক্রমণে। উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাই নবাবগঞ্জের একজন এবং নওগাঁর একজন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় নাটোরের একজন মারা গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status