দেশ বিদেশ

সাংবাদিক হিরণ বায়েজীদের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

৩১ জুলাই ২০২১, শনিবার, ৭:৩৬ অপরাহ্ন

আইন, আদালত, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরণ এবং দীপ্ত টিভি’র বিশেষ প্রতিনিধি বায়েজীদ আহমেদের পিতা আলহাজ্ব একেএম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ফরিদপুর গোয়ালচামট হাউজিং স্টেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুমের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একেএম নজরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে ফরিদপুরে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি অবসরগ্রহণ করেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ এই গুণী ব্যক্তি অবসরের পর হজব্রতও পালন করেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, একেএম নজরুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status