দেশ বিদেশ

লস অ্যাঞ্জেলেসে রোড শো’র তৃতীয় পর্ব শুরু

অর্থনৈতিক রিপোর্টার

৩১ জুলাই ২০২১, শনিবার, ৭:৩৫ অপরাহ্ন

 নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সাফল্যের পর এবার লস অ্যাঞ্জেলেসে শুরু হলো তৃতীয় পর্বের রোড শো। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় শনিবার, ৩১শে জুলাই ভোর সাড়ে ৩টা) শুরু হয় এই আয়োজন। এই পর্বের রোড শো’র ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন হোটেলের উইলশায়ার গ্রান্ড বল রুম। দেশের শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ৪টি বড় শহরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে এই রোড শো’র আয়োজন করা হয়। ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক তৃতীয় পর্বের এ রোড শোতে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এ উদ্যোগ নিয়েছে বিএসইসি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও এগিয়ে নিতে বিএসইসির এই রোড শো’তে সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। লস অ্যাঞ্জেলেসের রোড শো’র আজকের আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিদল দেশে বিনিয়োগ ও এর সম্ভাবনা নিয়ে আমেরিকার স্টেক হোল্ডার এবং বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে রোড শো’ যুক্তরাষ্ট্র সময় সকালে শুরু হলেও লস অ্যাঞ্জেলেসের তৃতীয় পর্বের জন্য সময় নির্ধারণ করা হয় বিকালে। ইন্টারকন্টিনেন্টাল লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন হোটেলের উইলশায়ার গ্রান্ড বল রুমে রোড শোর তৃতীয় পর্বের অনুষ্ঠানে বিকাল ৫টা থেকে আমন্ত্রিত অতিথিদের রেজিস্ট্রেশন শুরু হয়। রেজিস্ট্রেশন শেষে সাড়ে ৫টায় রোড শোর অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর নিয়ে আগত অতিথিরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রোড শোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামসহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ রোড শো ২৬শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত চলবে। আগামী ২রা আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে চতুর্থ ও শেষ পর্বের রোড শো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status