খেলা

অস্ট্রেলিয়া যুব দলের কোচিং বহরে টেস্ট অধিনায়ক পেইন

স্পোর্টস ডেস্ক

২০২১-০৭-৩১

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতে বসতে পারে আসরটি। তাই তরুণদের আইসিসি’র এই বৈশ্বিক আসরকে সামনে রেখে এখন থেকেই যুবাদের প্রস্তুত করতে মাঠে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনকে যুব দলের কোচিং স্টাফের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুব দলের পরামর্শদাতার ভূমিকা গ্রহণ করার লক্ষ্যে সমপ্রতি হাই-পারফরম্যান্স (লেভেল-থ্রি) কোচিংয়ের প্রশংসাপত্র গ্রহণ করেছেন পেইন। এদিকে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই ডারউইনে নর্দান টেরিটোরি ক্রিকেট প্রোগ্রামে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সময়টায় অজি যুবা দলের পরামর্শক হিসেবে যোগ দেবেন পেইন। মূলত পেইনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবাদের প্রস্তুত করাই অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য। পেইনের কোচিংয়ে যুবাদের দারুণ সম্ভাবনা দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট অ্যান্ড পাথওয়েজ ম্যানেজার গ্রাহাম ম্যানুউ। তিনি বলেন, ‘পেইনের সংশ্লিষ্টতা আরো ইঙ্গিত দেয় যে, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে এক সময় কোচের ভূমিকায় দেখা যেতে পারে। সে যখন গ্লাভস জোড়া তুলে রাখবে ডেভেলোপমেন্ট দলের সঙ্গে তাকে দেখা যেতে পারে।’ ২০০৯ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৮২ ম্যাচে মাঠে নেমেছেন পেইন। ২০১৮ সালের পর সীমিত ওভারের ক্রিকেটে পেইন অনিয়মিত হয়ে পড়লেও বর্তমানে টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status