বাংলারজমিন

মতলব দক্ষিণে ৩৩৩-এ মেসেজ করে খাদ্য সহায়তা পেলো ৩২৩ পরিবার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

৩১ জুলাই ২০২১, শনিবার, ৭:১১ অপরাহ্ন

চাঁদপুরের মতলব দক্ষিণে ৩৩৩ নম্বরে ফোন করে মিলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী। করোনার শুরু থেকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৩৩-এ ম্যাসেজ করলে চাল-ডাল-লবণ-পিয়াজ-তেলসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এ সুবিধা থেকে মতলব দক্ষিণে খাদ্যসামগ্রী পেয়েছেন ৩২৩ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে গত ৩ মাসে উপজেলা পরিষদ ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমরা মতলব দক্ষিণ উপজেলায় ২৯শে জুলাই পর্যন্ত ৩২৩টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি। ৩৩৩-এ মেসেজ আসার সঙ্গে সঙ্গে পরিবারটি দরিদ্র কিনা, সেটি চিহ্নিত করে আমি নিজেই এবং প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করি। যারাই মেসেজ করবে তারাই খাদ্যসামগ্রী পাবে। আমাদের এ বিতরণ অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status