বাংলারজমিন

ধামইরহাটে রাস্তা নির্মাণে বাধা, সংঘর্ষ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

৩১ জুলাই ২০২১, শনিবার, ৭:১১ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭ জন জখম হয়েছেন। আহতদের সবাই ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপস-মীমাংসার জন্যও দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়ানগর ইউনিয়নের চকরহমত গ্রামের আ. গণির ছেলে নজরুল ইসলামের বাড়ির প্রাচীর সংলগ্ন জায়গা দিয়ে ৩০শে জুলাই সকালে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে প্রতিপক্ষরা। বাদী নজরুল ইসলাম গ্রামবাসী ও সকলের শান্তির কথা ভেবে নজরুলের পার্শ্ববর্তী নিজস্ব জমি দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব দেন। এতে প্রতিপক্ষ ওয়াহেদ শহিদুল সামাদ গং ২৫-৩০ জন নিয়ে নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় নজরুলকে বাঁচাতে এগিয়ে আসলে নজরুলের ভাই মতিবুল, গোলাম মোস্তফা, স্ত্রী শাহনাজ, মেয়ে তানজিলা ও ভাতিজা এনামুল ও বিল্লাহকে জখম করে। জখমীরা গুরুত্বর হলেও বাদী নজরুলের ভাই মতিবুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় অন্যান্য জখমীদের সঙ্গে হাসপাতালে ভর্তি আছেন। মারপিটের সময় ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কারও চুরি করে বলে বিবাদী আজাদ হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়। এ বিষয়ে মুঠোফোনে মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত ওয়াহেদ জানান, নির্মাণাধীন রাস্তার উপর বেড়া আমরা তুলে দিতে গেলেই উভয় পক্ষের মারামারি হয়। তবে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানান, রাস্তাটি ব্রিটিশ আমলের, জমির মূল বিক্রেতা ২ শতক জমি রাস্তার জন্যই ছেড়েই দিয়েছেন, কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এই গণ্ডগোলের মূল কারণ। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার সত্যতা জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status