বিনোদন

প্রশংসিত সজলের ‘দ্য টিচার’

স্টাফ রিপোর্টার

৩১ জুলাই ২০২১, শনিবার, ৬:৪৬ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। ঈদে ‘পরাণের মানুষ’, ‘বাবু’, ‘বিয়ের কয়েকদিন আগে’সহ বেশকিছু নাটকে দেখা গেছে তাকে। তবে ঈদে তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘দ্য টিচার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ। একজন শিক্ষক ও ছাত্রের সম্পর্ক নিয়ে নাটকের গল্পটি এগিয়ে যায়। পড়ালেখায় অমনোযোগী একজন ছাত্রকে একজন শিক্ষক কীভাবে সঠিক পথে নিয়ে আছেন সেটিই মূলত এই নাটকে তুলে ধরা হয়েছে। এমন একটি চরিত্রে অভিনয় করে সজল নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, কারো কারো শিক্ষাজীবনে এমন একজন টিচার থাকেন যার কারণে শিক্ষা জীবনটা সুন্দর হয়ে ওঠে। লেখাপড়ার প্রতি ভালোবাসার জন্ম নেয়। তেমনি একজন টিচার আমার জীবনেও ছিলেন। হাতের লেখা থেকে শুরু করে কোন সাবজেক্টে পড়লে ভালো করতে পারবো সবকিছুতেই তার অবদান অপরিসীম। অভিনেতা আরও বলেন, নাটকের মধ্য দিয়ে আমাদের সমাজের অনেক অসঙ্গতির চিত্র তুলে ধরা যায়। কিন্তু আজকাল তেমন গল্পের নাটক কম হচ্ছে। টিভি নাটকের বাইরে সজল ফিল্ম ও ওয়েব ফিল্মেও এখন নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ব্যচ-২০০৩’ দর্শকের কাছে প্রশংসিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status