বাংলারজমিন

বড়লেখায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

৩১ জুলাই ২০২১, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন

নদী ভাঙনের ফলে একটু একটু করে রাস্তাটি ধসে পড়তে থাকে। ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় একসময় রাস্তার প্রায় ৬০ ফুট জায়গা ধসে পড়ে। মাসের পর মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগই নেয়নি। এতে চলাচল করতে গিয়ে কয়েক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় এলাকাবাসী বোয়ালী-বিহাইডর-ভট্টশ্রী রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছেন। গত রোববার থেকে রাস্তাটির বোয়ালী এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ ফুট জায়গা মেরামত কাজ শুরু হয়েছে। তবে এতে রাস্তাটি কতদিন টিকবে, তা নিয়েও এলাকাবাসীর মধ্যে সংশয় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২.৬৫০ কিলোমিটার দীর্ঘ বোয়ালী-বিহাইডর-ভট্টশ্রী রাস্তাটি এলজিইডির আওতাধীন। সোনাই নদীর পূর্বপাড় ঘেঁষে যাওয়া রাস্তাটি উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভেতর দিয়ে গেছে। এই রাস্তা দিয়ে বোয়ালী, বিহাইডর, ভবানীপুর, ভট্টশ্রী, উজানিপাড়া, সারোপারসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করেন। প্রায় ৪ বছর ধরে নদীর ভাঙনে বোয়ালী এলাকার রাস্তাটি একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১ বছর আগে রাস্তাটিতে ১ কিলোমিটার পাকাকরণ কাজ শুরু হয়। স্থানীয় উদ্যোগে ভাঙা অংশ মেরামত করার পর পাকার কাজ সম্পন্ন হয়। তবে পাকা রাস্তাটি বেশিদিন টেকেনি। প্রায় ৬০ ফুট রাস্তা ফের নদীতে ধসে পড়ে। এতে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এরমধ্যে গত ১ মাস ধরে কাছাকাছি আরও একটি অংশে নতুন করে প্রায় ৬০-৭০ ফুট জায়গায় ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় চলাচলের দুর্ভোগ কমাতে এলাকাবাসী সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে ভাঙা রাস্তাটি মেরামত কাজ শুরু করেছেন। তাদের এই উদ্যোগের সঙ্গে শামিল হয়েছেন বিভিন্ন দেশে থাকা এলাকার প্রবাসী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এলাকার বাসিন্দা কয়ছর আহমদ বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ। হাসপাতালে রোগী নিতে কষ্ট হয়। কেউ মারা গেলে মসজিদে জানাজার জন্য লাশ নিতে হয়। ভাঙা থাকায় কষ্ট করে লাশ নিতে হয়।’ রাস্তা মেরামতের কাজ সমন্বয় করছেন এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু। তিনি বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন দুর্ভোগ কমাতে আমাদের মন্ত্রী, ইউপি চেয়ারম্যান ও প্রবাসীদের সহযোগিতায় এলাকার সবাই মিলে রাস্তাটিতে ছোট গাড়ি চলাচলের উপযোগী করা হচ্ছে। ৫ দিন ধরে কাজ চলছে। আরও কয়েকদিন লাগবে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, ‘ভাঙন রোধে এলাকাবাসী উদ্যোগে নিয়েছেন। পরিবেশমন্ত্রী, এলাকার প্রবাসীরা এবং আমি নিজেও টাকা দিয়েছি। কোনোমতে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটাও টিকবে না। স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে নদী শাসন করে কাজ না করলে রাস্তা আবারো ভাঙবে।’ বড়লেখা উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক ভূঞা বলেন, ‘রাস্তাটির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হওয়ায় বর্ষা মৌসুমে বাঁকে (নদীর) অতিরিক্ত ঘূর্ণনের সৃষ্টি হয়। ঘূর্ণনের ফলে রাস্তার নিচের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ টিম দ্বারা পরামর্শক্রমে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণ না করা হলে রাস্তাটি রক্ষা করা সম্ভব নয়।’ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) মৌলভীবাজার কার্যালয়ের পওর শাখা-৪ এর উপ-সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম চৌধুরী বলেন, ‘নদী ভাঙনে রাস্তাটির দু’টি জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্প্রতি জেনেছি। সরজমিন ভাঙাস্থানগুলো পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status