বাংলারজমিন

খুলনায় করোনায় পিতার মৃত্যু, পুত্র হাসপাতালে

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৩১ জুলাই ২০২১, শনিবার, ৬:৩২ অপরাহ্ন

 করোনায় আক্রান্ত হয়ে পিতা এক হাসপাতালে আর একমাত্র পুত্র অন্য হাসপাতালে। শেষ পর্যন্ত করোনার কাছে হেরে গেলেন পিতা আবুল হোসেন চৌধুরী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান। আবুল হোসেন চৌধুরী এক সময়ের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক ইউনিয়নের ডাকসাইটের নেতা ছিলেন। গত বুধবার দিবাগত রাত ১০টা ৪২ মিনিটে যখন তার মৃত্যু হয় তখন একমাত্র পুত্র প্রকৌশলী রিয়াদ হোসেন চৌধুরী চিকিৎসাধীন ছিলেন নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আবুল হোসেন চৌধুরীর মৃত্যুতে তার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আলমগীর বলেন, আবুল হোসেন চৌধুরী ২১৩৮এর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। অভিভাবক হিসেবে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সকলের কাছেই শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। সাংগঠনিকভাবে ছিলেন একজন দক্ষ অভিভাবক।
এদিকে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আবুল হোসেন চৌধুরীর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গতকাল সকাল থেকে কোরআন খতম ও বাদ জুম্মা নগরীর শেরে বাংলা রোডস্থ ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১এর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status