অনলাইন

করোনায় আরও ২১২ জনের মৃত্যু,শনাক্ত ১৩,৮৬২

স্টাফ রিপোর্টার

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৬:০২ অপরাহ্ন

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৬৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৫ জন এবং এখন পর্যন্ত  ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৯  হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, একদিনে দেশের মোট শনাক্তের ৩৬ দশমিক ৪৯ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৫ জন। শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫৯ জন। এই বিভাগে শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। মারা গেছে ৩৭ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৭০৪ জন। শনাক্তের হার ২৭ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৫৩ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২১ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৩ জন। শনাক্ত হয়েছে ৭৯১ জন। শনাক্তের  হার ২৪ দশমিক ৪৫ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্তের সংখ্যা ৯৫৪ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৮৭ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৭৯৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৫১ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১১ জন। শনাক্তের সংখ্যা ৭৩৮ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৮০২ জন। শনাক্তের হার  ৪৩ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং নারী ৯৩ জন। এখন পর্যন্ত পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৫৯৮ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৮ জন, বাসায় মারা গেছেন ৯ জন এবং হাসপাতালে আনার পথে মারা গেছেন ১ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status