বাংলারজমিন

পীরগঞ্জে ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও/পীরগঞ্জ প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ১০:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
র‌্যাব-১৩ দিনাজপুর ও পীরগঞ্জ থানা পুলিশ জানায়, ঈদের আগের দিন ভোরে জাবরহাট বাজারের ব্যবসায়ী ইসাহাক আলীকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যাকারীদের ধরতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার অনুসন্ধান শুরু করে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি জুতার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়। এক পর্যায়ে জাবরহাট এলাকার সন্দেহভাজন নয়ন নামে একজনকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করে আইনশৃংখলা বাহিনী।
আটককৃত ওই যুবককের দেয়া তথ্য মতে জাবরহাট ইউনিয়নের মেজবাউল ও আরিফুল ইসলাম নামে আরও দুজনকে ২৮শে জুলাই রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন খানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, তাদের দেয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার দুপুরে আটক আরিফুলকে সাথে নিয়ে তার দক্ষিণ মাধবপুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ির পাশের খড়ের স্তূপ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, ওই ব্যবসায়ীর কাছে অনেক টাকা ছিল। সেই টাকা হাতিয়ে নিতেই হত্যার পরিকল্পনা করে তারা। ব্যবসায়ী ইসাহাক রাতে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে হত্যা করে ১ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায় খুনিরা। পরে একটি বাগানে বসে সে টাকা ভাগবাটোয়ারা করে। এ হত্যাকান্ডের সাথে আরও ২/১জন জড়িত থাকার কথাও স্বীকার করেছে তারা। তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আটক নয়ন উপজেলার জাবরহাট এলাকার একরামুল হকের, মেজবাউল চন্দ্র রিয়া বিশমাইল গ্রামের মকলেশুর রহমানের এবং আরিফুল দক্ষিণ মাধবপুর গ্রামের আজহারুলের ছেলে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত ১৯শে জুলাই রাতে জাবরহাট বাজারের নিজ দোকান বন্ধ করে করনাই পশ্চিমপাড়া নিজ বাড়ি যাওয়ার পথে হত্যাকা-ের শিকার হন ব্যবসায়ী ইসাহাক আলী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status