বাংলারজমিন

রংপুর নগরীতে বিধি বহির্ভূতভাবে যান চলাচল করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৯:৩৩ অপরাহ্ন

রংপুরে বিধি বহির্ভূতভাবে চলাচল করায় ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে মেট্রোপলিটন পুলিশ। এতে আদায় করা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা। ৭টি যানবাহন আটক করা হয়েছে। গত বুধবার  রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগের ২০টি চেকপোস্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। গতকাল সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ এ তথ্য জানান। তিনি আরও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি’র সহযোগিতায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি টহল দল যৌথভাবে রংপুর নগরীতে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মোট ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ২ হাজার ৭০০ টাকা টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিমারি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতে সব থানা, ট্রাফিক ও ডিবি পুলিশ রংপুর নগরীর সব গুরুত্বপূর্ণ রাস্তায় টহল, অভিযান পরিচালনা, জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, মাস্ক বিতরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status