অনলাইন
হেলেনা জাহাঙ্গীরের বাসায় র্যাবের অভিযান
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-২৯
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ অভিযান শুরু হয় বলে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন মানবজমিনকে জানিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগের উপ কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়। চাকরিজীবী লীগ নামে সংগঠন গড়াসহ নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিত হেলেনা জাহাঙ্গীর একটি আইপি টিভির মালিক।