বাংলারজমিন

আমেরিকান তরুণী সেজে প্রতারণা, তরুণ গ্রেপ্তার

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৯:২১ অপরাহ্ন

আমেরিকান নারী সেজে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নারীবেশী কথিত যুবক। দীর্ঘ কয়েক মাস প্রেম করার পর আমেরিকা নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় প্রায় পৌনে ৫ লাখ টাকা। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষতিগ্রস্ত যুবকের সন্দেহ হলে তিনি গত ২৩শে জুলাই বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায় কথিত প্রেমিকা আসলে একজন পুরুষ। তিনি সিলেটের শেখঘাট এলাকায় বসবাস করেন। বুধবার বিয়ানীবাজার থানা পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়া জমিদার বাড়ির বাসা থেকে রাত ৮টার দিকে প্রতারক ইমরান আহমদকে (৩২) গ্রেপ্তার করে। ইমরান নগরীর শেখঘাট এলাকার মৃত ইকবাল আহমদের পুত্র। জানা যায়, প্রতারক ইমরান আহমদ আমেরিকান তরুণী নাজহা আক্তার ছাভা নামে যুবক সুলতান আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ফেসবুক থেকে পরিচয়ের পর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। পরে ভিকটিম সুলতানকে বিবাহ করে আমেরিকা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে নেয়া টাকা আমেরিকা নেয়ার প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে বলে সুলতানকে জানায়। গত ঈদুল  আজহার সময় প্রতারক ইমরানের সঙ্গে আলাপে সন্দেহ হয় ভিকটিম সুলতান আহমদের। পরে তিনি বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রুমেন বলেন, প্রতারক ইমরান আহমদ প্রকৃতিভাবে নারী কণ্ঠের। তাই সে খুব সহজে যুবক সুলতানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা প্রযুক্তির সহায়তা তদন্ত নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। ইমরানের স্ত্রী-সন্তান রয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত ইমরান পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি শিকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status