বাংলারজমিন

পাকুন্দিয়ায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৯:১৬ অপরাহ্ন

করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলামের বড় ভাই। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে নারান্দী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে এদিন পাকুন্দিয়ার আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. আশরাফ (৭১)।
তিনিও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে করোনায় চলতি জুলাই মাসে পাকুন্দিয়া উপজেলার ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে উপজেলায় মোট ৫ জন মারা গেছেন। ফলে করোনায় এ পর্যন্ত উপজেলায় মোট ১১ জন মৃত্যুবরণ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status