বাংলারজমিন

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৯:১৫ অপরাহ্ন

 মৌলভীবাজার পৌরসভা ২০২১-২২ অর্থবছরের ১শ’ ৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা করেছে। গতকাল সকালে পৌরসভা বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো. ফজলুর রহমান। বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন। বাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন, করোনার প্রাদুর্ভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন- মৌলভীবাজার শহরের একমাত্র পানি নিষ্কাশনের পথ কোদালীছড়ার প্রবাহ স্থায়ীকরণ ও ২০টি রাস্তার উন্নয়ন কাজের কার্যাদেশ দেয়া হয়েছে। করোনার কারণে পাথর সরবরাহ না থাকায় কাজ বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ শুরু হবে। বেরি লেক, কয়েকটি পুকুর ও দিঘির সৌন্দর্যবর্ধন, নারী ও পুরষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাঁটার জন্য ফুটপাথ, ফুলবাগান, ড্রেন সংস্কার স্ল্যাব স্থাপনসহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ চলমান ও পরিকল্পনাধীন রয়েছে। তিনি পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে বাজেটের ওপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকসী মিছবাহ উর রহমান, এসএম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি ও পান্না দত্ত। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ সেলিম হক, নাহিদ আহমদ, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status