বাংলারজমিন

সালমান এফ রহমানের উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নির্মাণ হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৮:৫৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের উদ্যোগে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে ২টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতিমধ্যে জমি নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই অঞ্চলের যুবসমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম।  দোহার ও নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল দুই উপজেলায় আধুনিক মানের স্টেডিয়ামের। যা বাস্তবায়ন হলে দুই উপজেলার ক্রীড়ামোদিরা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন জনসাধারণ। স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়ায় ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়েছেন দুই উপজেলার সকল শ্রেণি- পেশার মানুষ। নবাবগঞ্জ উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের পীরমামুদিয়া এলাকায় ৪ একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণের জন্য জায়গা নির্বাচন ও প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জমি নির্বাচনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ও সার্ভেয়ার মো. আবু জাফর। অপরদিকে  দোহার উপজেলার নুরপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৩ একর জমি নির্বাচন এবং প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জমি নির্বাচনের সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status