বাংলারজমিন

ফুলবাড়ীয়ায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৮:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পানজানা পালোয়ান মার্কেটের নিজ বাসায় নার্গিস বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। র‌্যাব-১৪, সিআইডি ও পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। র‌্যাব-১৪ এর একটি টিম আরিফ হোসেন (১৭) নামে এক যুবক ও পুলিশ জনি (১৮) নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, নার্গিস বেগম পার্শ্ববর্তী কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। প্রায় ২০ বছর ধরে ১২ শতাংশ জমি কিনে বাসা করে বসবাস করছিল পানজানা গ্রামে। মাঝে মধ্যে তার মা জুবেদা খাতুনও থাকতেন। গত দু’মাস আগে ঝগড়া হলে তার মা ধামর গ্রামে চলে যান। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নর্ার্গিসের একাধিক বিবাহ হয়েছিল। তার একটি কন্যা সন্তান রয়েছে। দুবাইয়ে প্রবাস জীবন থেকে দেশে ফিরে পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় একাই বসবাস করতেন। সাম্প্রতিক বাজারের  দোকানসহ বাড়ি বিক্রি করার জন্য বাড়ির সামনে একটি সাইনবোর্ড লাগিয়েছিলেন। বোন ও বোনের ছেলেদের সঙ্গে জমি বিক্রির সাইনবোর্ড ঝুলানোর পর ঝগড়া বিবাদ চলে আসছে। ময়মনসিংহ সিআইডি’র ক্রাইমসিন ইউনিটের ওসি মো. ইউসুফ জানান, খুন হওয়া নার্গিস বেগমের মাথার পেছনের অংশে ৫টি আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষেত পরিষ্কারের একটি রক্তাক্ত ছেনি লাশের পাশে পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের  মোটিভ ও আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনার জের ধরে অদক্ষদের দ্বারা এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মেচনের জন্য আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অতি দ্রুত সময়ে আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status